নির্ধারিত সময়ের আগেই বাজারে ল্যাংড়া আম
আমের রাজা ল্যাংড়া বাজারে বিক্রির সময় প্রশাসন নির্ধারণ করেছিল ৮ জুন। এর আগে ল্যাংড়া গাছ থেকে নামানো যাবে না।
কিন্তু গত কয়েকদিন আগেই বাজারে এসেছে এই আম। চাষিরা বলছেন, অতিরিক্ত গরমের কারণে ল্যাংড়া আগেভাগেই গাছে পাকতে শুরু করেছে। তাই তারা বাজারেও তুলেছেন।
মঙ্গলবার সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরের আমের হাটে বেশ কয়েকজন ব্যবসায়ীর কাছে ল্যাংড়া আম দেখা যায়। প্রতি মণ ল্যাংড়া বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ টাকা থেকে এক হাজার ৬০০ টাকায়।
আবদুল গাফ্ফার (৪৮) নামে এক ব্যবসায়ী বলেন, এবার অতিরিক্ত গরম পড়েছে। তাই বেধে দেওয়া সময়ের আগেই গাছে ল্যাংড়া আম পাকতে শুরু করেছে। লোকসান এড়াতে চাষিরা আম পেড়েছেনও। সেই আম আমি কিনে বাজারে তুলেছি।
ঝুড়িতে থাকা ল্যাংড়া জাতের একটি পাকা আম দেখিয়ে মাহাতাব আলী (৩০) নামে আরেক ব্যবসায়ী বলেন, আমার ইজারা নেওয়া বাগানে গত সপ্তাহের প্রথম থেকেই ল্যাংড়া পাকতে শুরু করেছে। এরপর আম পড়তে শুরু করেছিল। তাই আম পেড়ে বাজারে তুলেছি।
মাইনুল ইসলাম (৪০) নামে অপর এক ব্যবসায়ী জানান, আম পাকার ব্যাপারটি প্রত্যেক বছরের আবহাওয়ার ওপর নির্ভর করে। ফলে কোন আম কখন পাকবে, তা আগে থেকে বলা মুশকিল। এবার গাছপাকা ল্যাংড়াই তারা বাজারে তুলেছেন। কিন্তু তা প্রশাসনের বেধে দেওয়া সময়ের আগে হওয়ায় তারা ভ্রাম্যমাণ আদালতের আতঙ্কে আছেন।
আগামী বছর থেকে আম নামানোর ক্ষেত্রে কোনো সময় বেধে না দেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা।
জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সালাহউদ্দিন বলেন, এবার কৃষি বিভাগ, উপজেলা প্রশাসন ও আমচাষিদের সমন্বয়ে আম নামানোর সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে বেধে দেওয়া সময়ের ৪ থেকে ৫ দিন আগে গাছে আম পাকলে চাষিরা তা নামাতে পারবেন।
এবার ১৫ মে থেকে গোপালভোগ ও গুটি, ২৫ মে থেকে হিমসাগর ও লখনা জাতের আম নামানো শুরু হয়েছে। আগামী ৮ জুন থেকে ল্যাংড়া, ১০ জুন থেকে ফজলি, ২০ জুন থেকে আম্রপালি এবং ১৫ জুলাই থেকে আশ্বিনা আম নামানোর জন্য সময় বেধে দেওয়া আছে।
Comments
- No comments found
Leave your comments