মওসুমের শেষ আম আশ্বিনা

কানসাটে এখনও আম পাওয়া যাচ্ছে। গাছে গাছে দুলছে হাজারও আশ্বিনা আম। এ মওসুমের শেষ পর্যায়ের আম এগুলো। তবে আমের দাম বেশি না পাওয়ার ফলে চাষিদের মাথায় হাত পড়েছে। বর্তমানে বাজারে রয়েছে আশ্বিনা আম। এই আম আশ্বিন মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত পাওয়া যেতে পারে বলে বিক্রেতারা জানান। বর্তমানে প্রতি মণ আম ৩৫০০-৪৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে আম চাষিরা জানান, গত বছরের তুলনায় বর্তমানে আমের দাম অনেক কম। চাহিদা মতো খরচ করার পরও খরচ উঠাতে হিমশিম খাচ্ছে। বর্তমান বাজারে যেখানে আমের দাম ৫ হাজারের উপরে হওয়ার কথা ছিল, সেখানে ৩৫০০-৪০০০ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। এছাড়া ফরমালিনের কারণে শিবগঞ্জের আমের চাহিদা অনেকটা কমে যায়। যার ফলে কষ্ট ও লোকসান পোহাতে হচ্ছে আমাদের মতো সাধারণ আম চাষিদের। যেখানে আমরা ফরমালিন নামে কোন কেমিক্যাল চোখে দেখিনি ও কানে শুনেনি, সেখানে আমাদেরকে ঘাতক ফরমালিন ষড়যন্ত্র করে ছড়িয়ে দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। তাই গতবারের তুলনায় এবছর অনেক ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কানিজ তাসনোভা জানান, শিবগঞ্জ উপজেলার ৪ হাজার ৫০ হেক্টর জমিতে আশ্বিনা আমের সম্ভাব্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার ৪৭৫ টন। কিন্তু প্রতি হেক্টর জমিতে সম্ভাব্য উৎপাদন হয়েছে ৯.৫ টন। কিন্তু আমের পরিমাণ সঠিকভাবে বলা যাবে আরও একমাস পরে।
Comments
- No comments found
Leave your comments