চাঁপাইয়ে ২৪ মে পর্যন্ত আম পাড়া নিষেধ
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে চলতি মৌসুমে আগামী ২৫ মে থেকে আম পাড়ার নির্ধারিত সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। গোপালভোগসহ গুটি জাতের আম এই নির্ধারিত সময়ের মধ্যে গাছ থেকে পাড়তে পারবেন চাষিরা। ফলে আম পাড়া নিয়ে সংশয় দূর হলো আমচাষিদের মধ্যে।
জানা যায়, আম পেকে যাওয়া এবং বাজারজাত না করতে পারায় অনেক আমচাষি-আম ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হন। এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আম ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের টানাপড়েন সৃষ্টি হতো। সেই আলোকে এ মৌসুমে আমচাষি-আম ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য জেলা প্রশাসন গতকাল দুুপুরে আমে কেমিক্যাল দ্রব্য মিশিয়ে বাজারজাতকরণ রোধ এবং অসময়ে আম বাজারজাতকরণ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে সভার আয়োজন করে।
জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মঞ্জুরুল হুদা, কল্যাণপুর উদ্যানতত্ত্ব কেন্দ্রের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম, ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, কানসাট আম আড়তদার সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ। সভায় অসময়ে গাছ থেকে আম পেড়ে কেমিক্যাল মিশিয়ে বাজারজাতকরণে প্রশাসনের কঠোর অবস্থান, পুরো আম মৌসুমে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, বাজার বিপণন কার্যালয়, ক্যাব ও আম ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মনিটরিং কমিটির সার্বক্ষণিক পর্যবেক্ষণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিষমুক্ত আম বাজারজাতে উদ্বুদ্ধকরণ সভা, ২৫ মের আগে ট্রাকযোগে আম পরিবহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সভায় আগামী ২০ মে থেকে গুটি জাতের আম, ২৫ মে থেকে আগাম জাতের গোপালভোগ আম, ২৮ মে থেকে খিরসাপাত/হিমসাগর এবং ৫ জুন থেকে ল্যাংড়া ও বোম্বাই, ১৫ জুন থেকে ফজলী, সুরমা ফজলী ও আম্রপালি আম বাজারজাতকরণ করা যাবে বলে সবাই একমত হন। পরে ১ জুলাই আশ্বিনা আম বাজারে আসবে।
এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমচাষি, আম ব্যবসায়ীসহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Comments
- No comments found
Leave your comments