পচা আমে তৈরি হচ্ছে সেজান জুস
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাসেম এগো প্রসেসিং লিমিটেড কারখানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার চব্বিশনগরে অবস্থিত সিজান জুস কারখানাকে এ জরিমানা করা হয় বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন। বৃহস্পতিবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার সারেংপুর এলাকায় সড়কে গাড়ি তল্লাশি করছিল। এ সময় তারা একটি গাড়িতে দুর্গন্ধযুক্ত পচা আমের গন্ধ পায়। তখন তারা জানতে পারে গাড়িটি উপজেলার চব্বিশনগরে অবস্থিত সিজান জুস কারখানায় যাচ্ছে। পুলিশের কাছ থেকে খবর পেয়ে কারখানা থেকে আম বোঝাই চারটা গাড়ি উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২০০ মণ পচা আম ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়।
গোদাগাড়ী থানার ওসি এসএম আবু ফরহাদ জানান, সারেংপুরে জব্দ আম ধ্বংসের পররার পরে সেজান জুস কারখানায় অভিযান চালিয়ে কারখানার ভেতরে দেখেন পচে পোকা লাগা আম দিয়েই জুস তৈরি করা হচ্ছে। কারখানার ভেতরেও প্রায় ২০০ মণ পচা আম পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন বলেন, আমগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে। পরে সেখানে আবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। কারখানা ব্যবস্থাপক সঙ্গে সঙ্গে জরিমানার টাকা পরিশোধ করে দেন।
তিনি বলেন, “যে কর্মচারীরা জুস তৈরি করছিলেন তারা এবং কারখানা ব্যবস্থাপক নিজের বাচ্চাকে এই জুস খাওয়ান না বলে জানান।
Comments
- No comments found
Leave your comments