চাঁপাইনবাবগঞ্জে আম চুরির প্রতিবাদ করায় পাহারাদারকে পিটিয়ে হত্যা!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামে আম চুরির প্রতিবাদ করায় রাসেল উদ্দিন (১৭) নামের বাগানের এক পাহারাদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
রাসেল শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামের মফিজুল ইসলামের ছেলে। সে কিরণগঞ্জের একটি আম বাগানের পাহারাদার হিসেবে কাজ করত।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, আম বাগান থেকে আম চুরির ঘটনায় রাসেল একই এলাকার আবু বকরের ছেলে হালিমকে সন্দেহ করে। এতে ক্ষুব্ধ হয়ে হালিম ও তার সহযোগীরা শুক্রবার সন্ধ্যায় আম বাগানে গিয়ে রাসেলকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহত রাসেলের লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলার আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
Comments
- No comments found
Leave your comments