চাঁপাইনবাবগঞ্জে আম চুরি নিয়ে কিশোরকে হত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ গ্রামে আম চুরির ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে আম চোরের দল। নিহত কিশোরের নাম রাসেল উদ্দিন এবং সে ওই এলাকার মফিজুল হক মফুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের সীমান্তবর্তী কিরণগঞ্জ গ্রামের আবু বাক্কারের ছেলে হালিম তার দলবল নিয়ে গ্রামের পশ্চিমের একটি আম বাগানে আম চুরি করছিল। এ সময় একই গ্রামের মফিজুল হক মফুর ছেলে রাসেল (১৬)তা দেখে ‘আম চোর আম চোর’ বলে চিৎকার করতে থাকলে হালিম ও তার দলবল রাসেলের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা রাসেলকে মাটিতে ফেলে তার বুকে কিল ঘুষি মারতে থাকে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধারে এগিয়ে আসলে হালিম তার দলবল নিয়ে পালিয়ে যায়। পরে রাসেলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তার আত্মীয় স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিলে পথেই সে মারা যায়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকেই জানান, আম চোর হালিমের বংশধর অত্যন্ত প্রভাবশালী। ফলে দীর্ঘদিন ধরে আম চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে থাকলেও ভয়ে কেউ কথা বলার সাহস করে না।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি রমজান আলী জানান, খবর পাওয়া মাত্রই এস আই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। পরে ময়না তদন্তের জন্য লাশটি চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি রমজান আলী।
Comments
- No comments found
Leave your comments