রাঙামাটিতে মুকুলিত আম বাগান
পার্বত্য অঞ্চল রাঙামাটি জেলা-উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে এখন চোখে পড়ে চারদিকে শুধু আমের মুকুল আর মুকুল। শীতের মৌসুম শেষে বসন্তে আম গাছের দিকে তাকালে বুঝা যায় আমের মৌসুম এসে গেছে। এবার অন্য বছরের তুলনায় আমের মুকুল অনেক বেশি দেখা যাচ্ছে সব জায়গায়।
রাঙামাটিতে রূপালি, ল্যাংড়া, ফজলি মিশ্রিভোগসহ দেশি জাতের আমের মুকুলে ভরে গেছে আম বাগানগুলোতে। বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে বাগান মালিকরা আশা করছেন।
তবে যেসব গাছে আমের মুকুল এসেছে এগুলো সঠিকভাবে পরির্চযা করলে স্থানীয় মানুষের চাহিদা পূরণ করে এবছর দেশের বিভিন্ন জেলায় বাজারজাতকরণের সুযোগ হবে।
রাঙামাটিতে বিভিন্ন অঞ্চলের জেলা-উপজেলার বাগানগুলোতে এবছর শতকরা ৭০-৮০ ভাগ আমগাছে মুকুল এসেছে। ফাল্গুন মাস শুরুর সঙ্গে সঙ্গে রাঙামাটির সদরসহ বিভিন্ন উপজেলার আম বাগানগুলোর গাছে গাছে এখন আমের মুকুলের শুধু ম ম গন্ধ।
রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কৃষি ফার্মের বাগানগুলোতে সরেজমিনে দেখা গেছে, শুধু চোখে পড়ে আমের মুকুল আর আমের মুকুল।
স্থানীয় কৃষি কর্মকর্তারা ধারণা করছেন, যদি সঠিক সময় বৃষ্টি হয় তাহলে সব কয়টি গাছে আমের মুকুলে ফলনও হতে পারে ভালো।
Comments
- No comments found
Leave your comments