‘ইত্যাদি’ এবার চাপাইনবাবগঞ্জে
বলার অপেক্ষা রাখেনা দর্শক নন্দিত ও জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি। প্রতি পর্বে চমক নিয়ে দর্শকের সামনে আসে অনুষ্ঠানটি। স্টুডিওর বাইরে এসে দেশের ঐতিহ্যমণ্ডিত স্থানে ‘ইত্যাদি’র উপস্থাপনা সর্বদাই প্রশংসিত। তারই ধারাবাহিকতায় আগামী ২৯ এপ্রিল প্রচারিতব্য পর্বটি ধারণ করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
জানা যায়, চাঁপাইনবাবগঞ্জে হর্টিকালচার সেন্টারের অভ্যন্তরের আম্রকাননে এবারের পর্বের শুটিং হয়েছে। এখানে ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। অনেক আন্দোলন, সংগ্রামের সিদ্ধান্তও হয়েছে আমতলাতে। এসব কারণেই বাংলা বছরের প্রথম মাস বৈশাখে ইত্যাদির ধারণ স্থান হিসেবে বেছে নেয়া হয় এই চাঁপাইনবাবগঞ্জকে। এ উপলক্ষে আম বাগানকে সাজানো হয় বর্ণিল সাজে। শেকড় সন্ধানী ‘ইত্যাদি’তে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচার বিমুখ, জনকল্যাণে নিয়োজিত মানুষদের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরা হয়।
এবারের পর্বেও রয়েছে তেমনি কয়েকটি প্রতিবেদন। থাকছে চাঁপাইনবাবগঞ্জ ও আম নিয়ে দুটি প্রতিবেদন। রয়েছে ফজলে রাব্বী রবিন নামে এক যুবকের সর্পপ্রীতির ওপর একটি প্রতিবেদন। খুলনার ফুলতলা উপজেলার প্রচার বিমুখ, অসহায় ও দরিদ্র মানুষের সেবায় নিবেদিত প্রাণ, শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের ওপর শিক্ষামূলক প্রতিবেদন।
এবারের বিদেশী প্রতিবেদন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের পাশে অবস্থিত অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাবদের আবাসস্থল পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদে। এই প্রতিবেদনে জানা যাবে নবাবদের নানান বিচিত্র ঘটনা। ''ইত্যাদি'' একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ এপ্রিল রাত ৮ টার বাংলা সংবাদের পর।
Comments
- No comments found
Leave your comments