পাকিস্তান থেকে ফল আমদানি বাড়াচ্ছে ইন্দোনেশিয়া
পাকিস্তান থেকে ফল আমদানির কোটা ও সময়সীমা বৃদ্ধিতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া। অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আওতায় এ বিষয়ে একমত হয়েছে দেশ দুটি। খবর দ্য ডন।
পিটিএ বাস্তবায়নের পর ইন্দোনেশিয়ায় পাকিস্তানের রফতানি প্রায় ১০ কোটি ডলার কমে গেছে। বিপরীতে একই সময়ে পাকিস্তানে পণ্য রফতানি দ্বিগুণে উন্নীত করেছে ইন্দোনেশিয়া। এ অবস্থায় উভয় পক্ষই পিটিএ বাস্তবায়নের বিষয়গুলো তিন দফা পর্যালোচনা করে। তৃতীয়বারের পর্যালোচনাটি সম্প্রতি শেষ হয়েছে। এর আওতায় ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাকিস্তানের কিন্নো (মান্দারিন কমলা) আমদানিতে সম্মতি দিয়েছে ইন্দোনেশিয়া। পূর্বে এই আমদানি সময়সীমা ছিল জানুয়ারি থেকে এপ্রিল। এছাড়া পাকিস্তান থেকে তাজা ফল আমদানির কোটাও বাড়ানোর ক্ষেত্রে মত দিয়েছে ইন্দোনেশিয়া। এর ফলে মে-অক্টোবর পর্যন্ত পাকিস্তান থেকে আম কিনবে দেশটি। একমাত্র পাকিস্তানকেই এ ধরনের অনুমোদন দিল ইন্দোনেশিয়া।
Comments
- No comments found
Leave your comments