রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ এর প্রায় ৮৫% নাগরিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত । কৃষিজাত দ্রব্য যেমন ধান, পাট, আখ, গম, ভুট্রা, শাক-সবজি প্রভৃতির পাশাপাশি নানা রকম ফলদ বৃক্ষের চাষও এ দেশে করা হয়ে থাকে । আবহাওয়া, জমি ও অঞ্চলভেদে বিশেষ বিশেষ ফল যেমন আম, কাঁঠাল, আনারস প্রভৃতি উৎপাদন হারের তারতম্য লক্ষ্য করা যায় । ফলের জগতে মিষ্টি, সুস্বাদু ও রসাল ফল হিসেবে আমের আধিক্য ও জনপ্রিয়তা সবার শীর্ষে । রসনার পরিতৃপ্তি, শরীরের পুষ্টি যোগান, পরিবেশবান্ধব ও জাতীয় অর্থনীতিতে আমের অবদান অনস্বীকার্য । বাংলার মানুষের প্রিয় আম লেংড়া, ফজলি, গোপালভোগ, হিমসাগর, আশ্বিনাসহ আরো বহু প্রজাতির আম রয়েছে ।
রংপুর জেলায় আম উৎপাদন পরিস্থিতিঃ
মোট আম আবাদকৃত এলাকা : ২৯৭৫ হেক্টর (হাড়িভাঙ্গা-১৪২৩ হেক্টর)
মোট উৎপাদন : ২৮১০০ মে.টন (হাড়িভাঙ্গা-১৫৬৫০ মে.টন)
গড় ফলন : ৯.৪৪ মে.টন/হেঃ (হাড়িভাঙ্গা-১১ মে.টন/হেঃ)
বাগানের সংখ্যা : ৩৮২৬ টি (হাড়িভাঙ্গা-২৬৮৫টি)
বাগানের মোট আয়তন : ৯৯০ হেক্টর
বাগান ও বসতবাড়িসহ মোট গাছের সংখ্যা : ৪৯৭০০০ টি (হাড়িভাঙ্গা-৩০৭৩০০ টি)
জেলার সর্বাধিক আম চাষ হয় মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলায়।
Comments
- No comments found
Leave your comments