চাপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন তদবীরে যাচ্ছে আম
চাপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশের প্রতিটি জেলার আনাচে-কানাচে বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে সকল অফিসে তদবীরে যাচ্ছে চাপাইনবাবগঞ্জ আম। কথায় আছে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, আমের রাজা চাপাইনবাবগঞ্জ এখন সুস্বাদু পাকা আমের ভরা মৌসুম আর এই আমের ভরা মৌসুমে বিভিন্ন অফিস আদালতের সকল কর্মকর্তা কর্মচারী ফরমালীন মুক্ত খেতে চাই আম। তাছাড়া যেসব অফিসে কর্মরত রয়েছে চাপাইনবাবগঞ্জ এলাকার লোক ,তাদের রয়েছে এখন বিভিন্ন প্রকার ছুটি আর এই ছুটির ফাকে অথবা মোবাইলে যোগাযোগ করে কুরিয়ার র্সাভিস যোগে র্পাশেল হয়ে যাচ্ছে আম। উপজেলার বেশ কযেকটি কুরিয়ার র্সাভিসের দোকান ঘুড়ে দেখা যাই এখন কুরিয়ার র্সাভিসের দোকানে আমের র্পাশেলের জন্য ভিড় জমাচ্ছে শতকরা ৯০% মানুষ।জানাযাই এই আমগুলো দিয়ে অফিসারের মন জয় করে কেউ খুজছে চাকুরী ,কেউ খুজছে বদলী তাছাড়া কেউ চাকুরী বাচার তাগিদে র্পাশেল করে দিচ্ছে আম। তবে কেউ যানেনা এই আম দিয়ে খুলবে কয়জনের ভাগ্যের চাকা।
Comments
- No comments found
Leave your comments