আম্রপালি চাষের ধুম
চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় স্থানীয় আমচাষিরা উন্নত জাতের আম্রপালি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। বান্দরবান, লামা, খাগড়াছড়ি, রামগড়, কাপ্তাই, চন্দ্রঘোনা এলাকায় বেসরকারি উদ্যোগে আম্রপালি আমের চাষ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ উন্নত জাতের আম উৎপাদনের জন্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মাটি এবং আবহাওয়া খুবই উপযোগী। বর্তমানে প্রতি মৌসুমে ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আম্রপালি উৎপন্ন হচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত, এই অঞ্চলে আরো ব্যাপক ভিত্তিতে আম্রপালি চাষ করলে দেশে আমের সংকট দূর করে বিদেশেও আম রফতানি করা সম্ভব হবে।
আমচাষিদের কাছ থেকে জানা গেছে, সঠিক পরিচর্যার মাধ্যমে চারা রোপণের তিন বছরের মধ্যে গাছে ফলন আসা শুরু করে। মার্চ-এপ্রিল মাসের দিকে আম্রপালি আমের মুকুল আসে, ফলন হয় জুন-জুলাই মাসের দিকে। প্রথম পর্যায়ে গাছ
ছোট থাকায় গড়ে গাছপ্রতি পাঁচ থেকে ছয় কেজি আম উৎপন্ন হয়। পর্যায়ক্রমে গাছের বর্ধনের পর গাছপ্রতি ৫০ থেকে ৬০ কেজি আম উৎপন্ন হয়। আম্রপালি আম সম্পর্কে বান্দরবান জেলা কৃষি কর্মকর্তা সাবজাল উদ্দীন আজকের পত্রিকাকে জানান, এটা ভারতীয় জাতের আম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারী আম-৩ জাত হিসেবে আম্রপালি অবমুক্ত করে। প্রথম পর্যায়ে এই আমের জাতের চারা সংকটের কারণে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পের মাধ্যমে ভারত থেকে ১৯৯৬ সালের দিকে সর্বপ্রথম এই আম্রপালি আমের চারা আমদানি করে এবং কৃষক পর্যায়ে বিনামূল্যে বিতরণ করে।
পার্বত্য অঞ্চলে আমচাষ সম্পর্কে নিজামপুর এগ্রো প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, বর্তমানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৭০০ আমের বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ১০ হাজার লোক কর্মরত। ১৯৯৭ সাল থেকে পার্বত্য অঞ্চলে উৎপাদিত আমের মধ্যে রয়েছে আম্রপালি, মল্লিকা, রাংগুয়াই, থাইকাঁচামিঠা, থাইনামডাকমাই, ফনিয়া, থাইব্যানানা জাতের আম।
চট্টগ্রামের পার্বত্য অঞ্চল লামার কেয়াজুপাড়ায় বিশাল বাগানে উন্নতজাতের আম উৎপন্ন করে খ্যাতনামা প্রতিষ্ঠান মেরিডিয়ান গ্রুপ ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল বলেন, অনেকটা শখের বশে ২০০৪ সালের দিকে পার্বত্য অঞ্চল লামায় উন্নতজাতের আমচাষের উদ্যোগ গ্রহণ করি।
Comments
- No comments found
মালদার আমের কদর দেশজোড়া। কিন্তু বিশ্ববাজারে? সেদিকে নজর রেখেই এবার দিল্লির আম উত্সবে যাচ্ছে মালদা আর মুর্শিদাবাদের বাছাই করা আম। শনিবারই দিল্লি পাড়ি দিচ্ছে চব্বিশ মেট্রিক টন আম। হিমসাগর, গোলাপখাস থেকে ফজলি। মালদার আমের সুখ্যাতি গোটা দেশে। যেমন স্বাদ, তেমনি গন্ধ। ...
চাঁপাইনবাবগঞ্জের রানীহাটিতে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বোমা হামলায় দু ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন-রানীহাটি ইউনিয়নের বহরম গ্রামের সোহরাব আলীর ছেলে মো. কামাল হোসেন (৩৫) ও একই এলাকার শীষ মোহাম্মদের ছেলে মো. আবু। সোমবার বেলা ১১টার দিকে ...
চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে আমের ‘মাছিপোকা’ দমনে কীটনাশক ব্যবহার না করে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার শুরু হয়েছে। পরিবেশবান্ধব এই ফাঁদকে কোথাও কোথাও ‘জাদুর ফাঁদ’ও বলা হয়ে থাকে। দু-তিন দিকে কাটা-ফাঁকা স্থান দিয়ে মাছিপোকা ঢুকতে পারে, এমন একটি প্লাস্টিকের কনটেইনার বা বোতলের ...
সারা দেশে যখন ‘ফরমালিন’ বিষযুক্ত আমসহ সব ধরনের ফল নিয়ে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে, তখন বরগুনা জেলার অনেক সচেতন মানুষ বিষমুক্ত ফল খাওয়ার আশায় ভিড় জমাচ্ছেন মজিদ বিশ্বাসের আমের বাগানে। জেলার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নে শাখারিয়া-গোলবুনিয়া গ্রামে মজিদ বিশ্বাসের ২ একরের ...
ফলের রাজা আম এ কথাটি যথাযথই বাস্তব। ফলের মধ্যে এক আমেরই আছে বাহারি জাত ও বিভিন্ন স্বাদ।
মুখরোচক ফলের মধ্যে অামের তুলনা নেই। মৌসুমি ফল হলেও, এর স্থায়িত্ব বছরের প্রায় তিন থেকে চারমাস। এছাড়া ফ্রিজিং করে রাখাও যায়। স্বাদ নষ্ট হয় না। আমের ফলন ভালো হয় রাজশাহী অঞ্চলে। ...
দেশের বাজারে নতুন হ্যান্ডসেট নিয়ে আসলো ম্যাংগো। এটি দেশীয় প্রতিষ্ঠান। ম্যাংগো ১১ টি মডেলের হ্যান্ডসেট নিয়ে এসেছে। এগুলোর মধ্যে ৫টি স্মার্টফোন এবং ৬ টি ফিচার ফোন। এর একটি মডেলের নাম ফজলি। এটি ফিচার ফোন।
আজ রাজধানীর একটি হোটেলে ম্যাংগো অনুষ্ঠানিকভাবে ফোনগুলো অবমুক্ত করে। ...
Leave your comments