আম্রপালি চাষের ধুম
চট্টগ্রামের তিন পার্বত্য জেলায় স্থানীয় আমচাষিরা উন্নত জাতের আম্রপালি চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন। বান্দরবান, লামা, খাগড়াছড়ি, রামগড়, কাপ্তাই, চন্দ্রঘোনা এলাকায় বেসরকারি উদ্যোগে আম্রপালি আমের চাষ করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এ উন্নত জাতের আম উৎপাদনের জন্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের মাটি এবং আবহাওয়া খুবই উপযোগী। বর্তমানে প্রতি মৌসুমে ১৫ থেকে ২০ হাজার মেট্রিক টন আম্রপালি উৎপন্ন হচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত, এই অঞ্চলে আরো ব্যাপক ভিত্তিতে আম্রপালি চাষ করলে দেশে আমের সংকট দূর করে বিদেশেও আম রফতানি করা সম্ভব হবে।
আমচাষিদের কাছ থেকে জানা গেছে, সঠিক পরিচর্যার মাধ্যমে চারা রোপণের তিন বছরের মধ্যে গাছে ফলন আসা শুরু করে। মার্চ-এপ্রিল মাসের দিকে আম্রপালি আমের মুকুল আসে, ফলন হয় জুন-জুলাই মাসের দিকে। প্রথম পর্যায়ে গাছ
ছোট থাকায় গড়ে গাছপ্রতি পাঁচ থেকে ছয় কেজি আম উৎপন্ন হয়। পর্যায়ক্রমে গাছের বর্ধনের পর গাছপ্রতি ৫০ থেকে ৬০ কেজি আম উৎপন্ন হয়। আম্রপালি আম সম্পর্কে বান্দরবান জেলা কৃষি কর্মকর্তা সাবজাল উদ্দীন আজকের পত্রিকাকে জানান, এটা ভারতীয় জাতের আম। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারী আম-৩ জাত হিসেবে আম্রপালি অবমুক্ত করে। প্রথম পর্যায়ে এই আমের জাতের চারা সংকটের কারণে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকল্পের মাধ্যমে ভারত থেকে ১৯৯৬ সালের দিকে সর্বপ্রথম এই আম্রপালি আমের চারা আমদানি করে এবং কৃষক পর্যায়ে বিনামূল্যে বিতরণ করে।
পার্বত্য অঞ্চলে আমচাষ সম্পর্কে নিজামপুর এগ্রো প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, বর্তমানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ছোট-বড় সব মিলিয়ে প্রায় ৭০০ আমের বাগান রয়েছে। এসব বাগানে প্রায় ১০ হাজার লোক কর্মরত। ১৯৯৭ সাল থেকে পার্বত্য অঞ্চলে উৎপাদিত আমের মধ্যে রয়েছে আম্রপালি, মল্লিকা, রাংগুয়াই, থাইকাঁচামিঠা, থাইনামডাকমাই, ফনিয়া, থাইব্যানানা জাতের আম।
চট্টগ্রামের পার্বত্য অঞ্চল লামার কেয়াজুপাড়ায় বিশাল বাগানে উন্নতজাতের আম উৎপন্ন করে খ্যাতনামা প্রতিষ্ঠান মেরিডিয়ান গ্রুপ ইতোমধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। মেরিডিয়ান গ্রুপের চেয়ারম্যান কোহিনুর কামাল বলেন, অনেকটা শখের বশে ২০০৪ সালের দিকে পার্বত্য অঞ্চল লামায় উন্নতজাতের আমচাষের উদ্যোগ গ্রহণ করি।
Comments
- No comments found
মালদার আমের কদর দেশজোড়া। কিন্তু বিশ্ববাজারে? সেদিকে নজর রেখেই এবার দিল্লির আম উত্সবে যাচ্ছে মালদা আর মুর্শিদাবাদের বাছাই করা আম। শনিবারই দিল্লি পাড়ি দিচ্ছে চব্বিশ মেট্রিক টন আম। হিমসাগর, গোলাপখাস থেকে ফজলি। মালদার আমের সুখ্যাতি গোটা দেশে। যেমন স্বাদ, তেমনি গন্ধ। ...
ফলের রাজা আম। আর আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ। দেশের সর্ববৃহত্তর অর্থনৈতিক ও আন্তর্জাতিক বাণিজ্যলয় চাঁপাইনবাবগঞ্জ জেলা। এ জেলার প্রধান অর্থকরী ফসল আম। বর্তমানে জেলা সবখানে চলছে বাগান পরিচর্যা ও বেচা-কেনা। বর্তমানে জেলার ২৪ হাজার ৪৭০ হেক্টর আম বাগানে ৯০ ভাগ মুকুল এসেছে। ...
আমাদের দেশে উৎপাদিত মোট আমের ২০ থেকে ৩০ শতাংশ সংগ্রহোত্তর পর্যায়ে নষ্ট হয়। প্রধানত বোঁটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগের কারণে আম নষ্ট হয়। আম সংগ্রহকালীন ভাঙা বা কাটা বোঁটা থেকে কষ বেরিয়ে ফলত্বকে দৃষ্টিকটু দাগ পড়ে । ফলত্বকে নানা রকম রোগজীবাণুও লেগে থাকতে পারে এবং লেগে থাকা কষ ...
বাড়ছে আমের চাষ। মানসম্পন্ন আম ফলাতে তাই দরকার আধুনিক উত্পাদন কৌশল। আম চাষিদের জানা দরকার কীভাবে জমি নির্বাচন, রোপণ দূরত্ব, গর্ত তৈরি ও সার প্রয়োগ, রোপণ প্রণালী, রোপণের সময়, জাত নির্বাচন, চারা নির্বাচন, চারা রোপণ ও চারার পরিচর্যা করতে হয়। মাটি ও আবহাওয়ার কারণে দেশের ...
এখন বৈশাখ মাস গাছে গাছে ভরা আছে মধু ফল আমে। কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আম গাছে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ডালছাড়া গাছের মধ্যখানে ধরেছে কয়েকশত আম। আর ব্যতিক্রমী ভাবে ধরা এ আম দেখেতে শিশুসহ অসংখ্য লোকের ভির হচ্ছে সেখানে।
এ ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ...
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কাউন্টির ছোট্ট শহর বাউয়েন। ছোট এ শহরের বড় গর্ব একটা আম। আমটি নিয়ে বাউয়েন শহরের মানুষেরও গর্বের শেষ নেই। লোকে তাদের শহরকে চেনে আমের রাজধানী হিসেবে। ৩৩ ফুট লম্বা, সাত টন ওজনের বিশাল এই আমের পাশে দাঁড়িয়ে ছবি তোলার লোকের অভাব হয় না। তবে দিনকয়েক আগে ...
Leave your comments