ঠাকুরগাঁওয়ে শত্রুতা করে আম ও কাঁঠালগাছ কর্তন
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর হাজীপাড়া এলাকার রেজাউল করিমের আম ও কাঁঠালগাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে ওই এলাকার কিছু দুর্বৃত্ত। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, সদর উপজেলার জগন্নাথপুর হাজীপাড়া এলাকায় সোমবার সকালে রেজাউল করিমের বাগানে ওই এলাকার ফরিদ, নাজমুল হক, নাঈম, মুন্না, সাগর, বাদশা, শালমন, শাহীসহ কয়েকজন জোরপূর্বক আম পাড়তে শুরু করে। এ সময় রেজাউলের ছোট ভাই আবদুল মান্নান তাদের বাধা দেয়। এতে উভয় পরে মধ্যে বাগি¦তণ্ডা শুরু হয়। পরে ওই রাতেই কয়েকজন রেজাউল করিমের বাগানের একটি আমগাছ ও ১০টি কাঁঠালগাছ কেটে ফেলে।
রেজাউল করিম জানান, রাতের আঁধারে তার বাগানের একটি আম ও ১০টি কাঁঠালগাছ কেটে ফেলো হয়েছে। যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ ঘটনায় তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগ করেছেন।
জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন জানান, ইউনিয়ন পরিষদে বসে উভয় পকে নিয়ে বিষয়টির সমাধান করে দেয়া হবে।
Comments
- No comments found
Leave your comments