নওগাঁয় সাত শ’ আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্ত
বৃহস্পতিবার রাতে নওগাঁর নিয়ামতপুরে আমবাগানের ৭শ’টি রূপালী, ল্যাংড়া ও খিরসাপাত জাতের আমগাছ কেটে সাবাড় করে দিয়েছে দর্বৃত্তরা। এ ব্যাপারে বাগানের মালিকদের পক্ষে পোরশা উপজেলার পুরইল গ্রামের মাহমুদুন্নবী শাহ নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মাহমুদুন্নবী জানান, পার্শ্ববর্তী নিয়ামতপুর উপজেলার বেলহট্টি মৌজায় তার নিজ মালিকানাধীন এবং পোরশা ইসলামপুর, পুরইলের ফয়সাল শাহ, মাহমুদুল হক শাহ, মনিরুল হক শাহ ও আবু তালহা তাদের ৬ বিঘা জমিতে সাত শ’টি আমগাছ রোপণ করেন। আমগাছগুলোর বয়স এখন দুই থেকে সাত বছর। প্রতি বছরের মতো গাছগুলোতে এবারও প্রচুর মুকুল ধরেছিল।
বৃহস্পতিবার রাতে রানীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কোষবাপাড়া গ্রামে জনৈক গোলাম কাদের খাজার লিজকৃত পুকুর থেকে প্রায় ৫ লাখ টাকার মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে ওই পুকুরের পাহারাদারের বাড়িতে অগ্নিসংযোগ ও মহিলাসহ ৪ জনকে কুপিয়ে জখম করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাছ মারার জাল ও একটি চার্জার ভ্যান জব্দ করেছে। পরে পাহারাদার জাহের আলীসহ ৪ জনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুকুর পাহারাদার জাহের আলী বলেন, রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘুমাচ্ছিলেন তিনি।
রাত আড়াইটার দিকে খান চৌধুরী আলী আজমসহ প্রায় ২০ জন লোক পুকুরে মাছ মারা শুরু করে। এ সময় তাদের সঙ্গে মাছ মারার জাল, বাঁশ ও মাছ পরিবহনের জন্য প্রায় ১৪টি চার্জার ভ্যান ছিল। তাদের মাছ ধরতে নিষেধ করলে তার স্ত্রী রেশমা, মেয়ে জেমি ও ছেলে আব্দুল আজিজকে মারপিট শুরু করে আজমের লোকজন।
একপর্যায়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। কিছু পরে জাহের আলী কৌশলে পুকুর মালিক খাজাকে খবর দেয়।
Comments
- No comments found
Leave your comments