আমে কার্বাইড মেশানোর দায়ে তিনজনকে জরিমানা
সাতক্ষীরায় আমে কার্বাইড মেশানোর সময় পাঁচহাজার ৫৭০ কেজি আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় আদালত তিনজনকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের মুহসিনা খাতুনের বাড়ি থেকে আমগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, আমে কার্বাইড মেশানোর দায়ে গ্রামের মফিজুর রহমানকে ১০ হাজার, মুহসিনা খাতুনকে দুই হাজার ও মনিরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, অভিযান চালিয়ে পাঁচ হাজার ৫৭০ কেজি কার্বাইড মেশানো আম ও দুই কেজি কার্বাইড জব্দ করা হয়েছে। একই সঙ্গে তিনজনকে জরিমানা করা হয়েছে। কার্বাইড মেশানো আমগুলো নষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।
Comments
- No comments found
Leave your comments