মাগুরায় ফরমালিনযুক্ত আম খেয়ে একই পরিবারের ৮ জন অসুস্থ
মাগুরার মহম্মদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামে বুধবার সকালে ফরমালিনযুক্ত আম খেয়ে অসুস্থ হওয়ায় একই পরিবারের আট জন সদস্যকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঐ পরিবারের ভুক্তভোগী উমর আলী জানান, গত মঙ্গলবার বিকালে বেথুলিয়া বাজার থেকে বাড়ি ফেরারর সময় পরিবারের জন্য তিনি আম কিনে আনেন। বুধবার ভোরে সেহেরিতে
রোজা রাখার জন্য আম দিয়ে দুধভাত খান। খাওয়ারÂÂ ১৫ মিনিট পর থেকে শুরু হয় একে একে সবারই পেটের পিড়া। ছুটতে হয় বারবার বাথরুমে। সকালে পরিবারের এ দুরাবস্থা দেখে প্রতিবেশিরা তাদের পরিবারের অসুস্থ ৮ সদস্য উমর শেখ (৪০), কহিনুর বেগম (৫৫), কাকলি পারভিন (১৪),সাগরিকা পারভিন (১২), মোছাঃ নুপুরি পারভিন (০৩), অপু মিয়া (০৮), আবুল কাসেম (১৬), ও শাহিন (০৯) কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরা সবাই ওই গ্রামের উমর শেখের স্ত্রী ও সন্তান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মোকছেদুল মোমিন জানান, বিষয়টি ফুড পয়জনিন, ধারনা করা হচ্ছে আমে ফরমালিন থাকার জন্য এ ঘটনা ঘটতে পারে।
Comments
- No comments found
Leave your comments