এক গাছে ৫১ জাতের আম!
কোনোটা লাল, কোনোটা হলুদ, কোনোটা আবার সবুজ। কোনোটা গোল তো আবার কোনোটা ঠিক যেন বাংলার পাঁচ! থোকায় থোকায় একটি গাছেই ঝুলছে এমন হরেক রকম আম! সম্প্রতি একটি গাছে ৫১ প্রজাতির আম ফলিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের মহারাষ্ট্রের এক ব্যক্তি।
ওই ব্যক্তির নাম রবি মারশেতওয়্যার। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। ২০০১ সালে চাকরি ছেড়ে গ্রামে ফিরে যান। তারপর সেখানেই চাষাবাদ শুরু করেন। অবশ্য প্রথমেই তাঁর মাথায় এই পরিকল্পনা আসেনি। তিনি নিজের তিন একর জমিতে বিভিন্ন ফল এবং সবজি চাষ শুরু করেন।
একসময় রবির পরিচয় হয় পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কৃষক সুভাষ পালেকরের সঙ্গে। প্রথমে তাঁর কাছ থেকেই গ্রাফটিং পদ্ধতি সম্পর্কে জানতে পারেন। সুভাষ পালেকর তাঁকে দেভরিকর নামে আরেক ব্যক্তির সন্ধান দেন।
রবি বলেন, ‘মহারাষ্ট্রের ওসমানাবাদে দেভরিকরের সঙ্গে পরিচয় হয়। তিনি একটি গাছে ১৫ ধরনের আম ফলিয়েছিলেন। তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলি, এই পদ্ধতিতে লুপ্তপ্রায় আমের জাত রক্ষা করব। ’ এই সিদ্ধান্ত ধরে কাজ করতে করতে সম্প্রতি একটি গাছে ৫১ প্রজাতির আম ফলান তিনি।
Comments
- No comments found
Leave your comments