রংপুরে কুকরুল বিলে গড়ে উঠেছে নয়নাভিরাম আম বাগান
দুই বছর আগেও রংপুর নগরীর কুকরুল বিলের দু’ধারের জায়গা পতিত ছিল। কিন্তু সম্প্রতি বিলের দু’ধারে গড়ে উঠেছে সুস্বাদু হাড়িভাঙা আমের বাগান। এ বাগান সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সিটি করপোরেশনের রাজস্ব আদায়ের নতুন খাতে পরিণত হয়েছে।
জানা গেছে, রংপুর সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টুর উত্সাহ ও প্রেরণায় বছর দুয়েক আগে পার্শ্ববর্তী খটখটিয়া এলাকা থেকে হাড়িভাঙা আমের চারা এনে কুকরুল বিলের দু’ধারে লাগানো হয়।
আম বাগানের তত্ত্বাবধায়ক কৃষক আলেক মিয়া জানান, প্রায় দুই কিলোমিটারব্যাপী বাগানে লাগানো ১ হাজার চারার মধ্যে ৯০০ আম গাছ রয়েছে এখন। এর মধ্যে সূর্যাপুরী জাতের গাছ ১৫টি। বাকিগুলো হাড়িভাঙা আম গাছ। চলতি মৌসুমে তিন শতাধিক গাছে আম ধরেছে। তিনি আরো জানান, প্রতিদিন সৌন্দর্যপিপাসু মানুষের ভিড় বাড়ছে এখানে। অনেকে পরিবার-পরিজন নিয়ে বাগানটি ঘুরে ফিরে গল্পগুজব করে সময় কাটাচ্ছেন। গাছের পরিচর্যায় দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন আব্দুল আলেক। তিনি আশাবাদী, আগামী বছর পুরো বাগান আমের মৌ মৌ গন্ধে ভরে উঠবে।
এদিকে চলতি বছর অল্প হলেও আগামীতে বাগানের আম বিক্রি করে প্রতি বছর সিটি করপোরেশন কয়েক লক্ষাধিক টাকা আয় করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করছেন মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। তিনি বলেন, রংপুর পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন এ বিলের ধারেই কয়েক লক্ষাধিক টাকার মূল্যবান গাছ লাগাই। পরে গাছগুলো কেটে সাবাড় করা হয়েছে। আজ গাছগুলো থাকলে সিটি করপোরেশনের কয়েক কোটি টাকা আয় হতো বলে তিনি মনে করেন। এ সময় তিনি আমের বাগানটি নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান। তিনি বাগানটি আরো সমৃদ্ধ করে একটি নয়নাভিরাম বিনোদন কেন্দ্র তৈরি করার পরিকল্পনার কথা জানান। তখন বাগানটিতে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ হবে বলে তিনি মনে করেন। তিনি আমের বৃহৎ এ বাগানটি টিকিয়ে রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতর রংপুর অঞ্চলের উদ্যান বিশেষজ্ঞ খোন্দকার মেসবাহুল ইসলাম বলেন, সুস্বাধু হাড়িভাঙা আমের কারণে রংপুরের নাম দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ছড়িয়ে পড়েছে। ফলে আমের চাহিদা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। হাড়িভাঙা আম এ অঞ্চলের কৃষি অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখছে দাবি করে তিনি আরো বলেন, নগর পিতা কর্তৃক আমের বাগান তৈরি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। পাশাপাশি তিনি এ বাগান রক্ষায় অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
Comments
- No comments found
Leave your comments