পার্বত্য চট্টগ্রামে উন্নতজাতের আমের সফল চাষ
চট্টগ্রামের পার্বত্য এলাকা লামায় ভিন দেশি উন্নত জাতের আমের সফল উত্পাদন হচ্ছে। ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, ব্রাজিল, পাকিস্তানের উন্নতজাতের আম উত্পাদন করে সফল হয়েছে। বর্তমানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে উন্নত জাতের আম চাষের ব্যাপারে অনেকেই এগিয়ে আসছেন। গড়ে তুলছেন আমের বিশাল বাগান। পার্বত্য অঞ্চল রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবান, লামাসহ বিভিন্ন এলাকায় ছোট-বড় কয়েক হাজার আমের বাগান দেখা যায়। এসব আমের বাগানে উত্পাদিত আম দেশের চাহিদা অনেকখানি মেটাচ্ছে। দিন দিন আমের উত্পাদন বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের আম সারা দেশের আমের চাহিদা মেটাতে সক্ষম হবে। শুধু তাই নয়, বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। এজন্য চাই বৃহত্ উদ্যোগ।
চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিনদেশি উন্নত জাতের আম উত্পাদন সম্পর্কে আমাদের আলাপ হয় মেরিডিয়ান এগ্রোর উর্ধ্বতন কর্মকর্তা আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমরা লামায় পাহাড় আবাদ করে প্রথমে রাবার চাষ শুরু করি। পরবর্তী পর্যায়ে রাবার বাগানের পাশাপাশি ভিনদেশি উন্নতজাতের আম চাষের উদ্যোগ গ্রহণ করি। প্রথম পর্যায়ে ভারত থেকে আম্রপালী আমের চারা এনে আমচাষ শুরু করি। পরবর্তী পর্যায়ে ২০১০ সালের দিকে থাইল্যান্ড, ভিয়েতনাম, বার্মা, ব্রাজিল থেকে উন্নতজাতের আমের চারা এনে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করি। এতে আমরা বেশ সফল হই। চারা রোপণের কয়েক বছরের মধ্যে আম গাছগুলোতে ফলন আসতে শুরু করে। প্রথম প্রথম আমের ফলন কম হলেও বর্তমানে পরিপূর্ণভাবে আমের ফলন হচ্ছে।
আমের মৌসুমে প্রতিটি আম গাছ থেকে ৩০ থেকে ৩৫ কেজি আমের ফলন পাওয়া যাচ্ছে। এসব আমের মধ্যে রয়েছে থাইডকমাই, থাই কাঁচামিঠাই, থাই স্বর্ণালী, থাই রেইনবো, থাইবানানা থাই প্রিমিয়াম, আম্রপালী, রানগুয়াই, মলিকা, ফনিয়া, হিমসাগরসহ প্রভৃতি জাতের আম। পার্বত্য অঞ্চলে উত্পাদিত ভিন দেশি বিভিন্ন জাতের আম ঢাকা এবং চট্টগ্রাম শহরের বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। ভিন দেশি আমের ব্যাপারে ক্রেতাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Comments
- No comments found
বাজারে গত মাসের মাঝামাঝি সময় থেকেই আম আম রব। ক্রেতা যে আমেই হাত দিক না কেন দোকানি বলবে হিমসাগর নয়তো রাজশাহীর আম। ক্রেতা সতর্ক না বলে রঙে রূপে একই হওয়ায় দিব্যি গুটি আম চালিয়ে দেওয়া হচ্ছে হিমসাগরের নামে। অনেকসময় খুচরা বিক্রেতা নিজেই জানে না তিনি কোন আম বিক্রি করছেন।
...
মধূ মাসে বাজারে উঠেছে পাকা আম। জেলা শহর থেকে ৬০ কি.মি দুরের প্রত্যন্ত ভোলাহাট উপজেলার স্থানীয় বাজারে ফরমালিন মুক্ত গাছপাকা আম এখন চড়া দামে বিক্রয় হচ্ছে। মালদহ সীমান্তবর্তী বিশাল আমবাগান ঘেরা এই উপজেলায় বেশ কিছু জায়গা ঘুরে বাজারগুলোতে শুধু গাছপাকা আম পেড়ে বিক্রয় করতে দেখা ...
আমাদের দেশে উৎপাদিত মোট আমের ২০ থেকে ৩০ শতাংশ সংগ্রহোত্তর পর্যায়ে নষ্ট হয়। প্রধানত বোঁটা পচা ও অ্যানথ্রাকনোজ রোগের কারণে আম নষ্ট হয়। আম সংগ্রহকালীন ভাঙা বা কাটা বোঁটা থেকে কষ বেরিয়ে ফলত্বকে দৃষ্টিকটু দাগ পড়ে । ফলত্বকে নানা রকম রোগজীবাণুও লেগে থাকতে পারে এবং লেগে থাকা কষ ...
বাংলাদেশে উৎপাদিত ফল ও সবজির রপ্তানির সম্ভাবনা অনেক। তবে সম্ভাবনার তুলতায় সফলতা যে খুব যে বেশি তা বলার অপেক্ষা রাখে না। রপ্তানি সংশ্লিষ্ঠ ব্যাক্তিবর্গ অনিয়মতান্ত্রিকভাবে বিভিন্নভাবে তাদের প্রচেষ্ঠা অব্যহত রেখেছেন। কিন্তু এদের সুনির্দিষ্ট কোন কর্ম পরিকল্পনা নেই বললেই চলে। ...
এখন বৈশাখ মাস গাছে গাছে ভরা আছে মধু ফল আমে। কিন্তু মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আম গাছে সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে ডালছাড়া গাছের মধ্যখানে ধরেছে কয়েকশত আম। আর ব্যতিক্রমী ভাবে ধরা এ আম দেখেতে শিশুসহ অসংখ্য লোকের ভির হচ্ছে সেখানে।
এ ঘটনাটি ঘটেছে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ...
নব্য জেএমবির বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার এবং সর্বশেষ সংগঠনের প্রধান আব্দুর রহমানের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রায় ১৯টির মতো সাংগঠনিক চিঠিও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯টি চিঠি পাঠিয়েছেন নিহত আব্দুর রহমান ওরফে ...
Leave your comments