সাতক্ষীরা জেলা ক্রিক্রেটারদের সুনামের পাশাপাশি আম চাষেও গৌরাবন্বিত হবে
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, সাতক্ষীরা জেলা অনেক দিক থেকে এগিয়ে গেছে। ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুরের সুখ্যাতি, জেলা ফুটবল এসোসিয়েশানের শ্রেষ্ঠত্বের আসন, জেলা শিক্ষা কর্মকর্তা, পুলিশ সুপারের শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রাপ্তি, কালিগঞ্জকে বাল্য বিবাহমুক্ত উপজেলার ঘোষণা দিতে পারা সাতক্ষীরা জেলা সম্মানিত হয়েছে। আমাদের জেলা আম চাষের জন্য খুবই উপযোগি। ইতিমধ্যে বিশ্বের সর্বাপেক্ষা ভাল কোম্পানিকে সাতক্ষীরার আম রপ্তানি করা হয়েছে। সাতক্ষীরার আমের ব্যাপক সমাদর সৃষ্টি হয়েছে। আজকে আমরা যে আম গাছ লাগাচ্ছি এখন হয়তো আমরা বুঝতে পাারছিনা এর ফল কতটুকু সুদুর প্রসারী। যখন আমের ফলন আসবে তখন বুঝবেন কি লাভ হয়েছে। জেলায় ২০ লক্ষ মানুষের বসবাস। ৪ লক্ষ পরিবার যদি ১টি করে আম গাছ লাগায় তবে ৪ লক্ষ গাছ লাগানো সম্ভব। আমরা সেখানে ১ লক্ষ আম গাছ লাগানোর টার্গেট নিয়েছি। আশাশুনিতে ধরা হয়েছে ১৫ হাজার, যার মধ্যে আজকে ১২ শ’ চারা বিতরণ করা হচ্ছে। আশাকরি বাকী চারা খুব শীঘ্রই লাগান হবে। বুধবার সকালে আশাশুনি উপজেলার বুধহাটায় উপজেলা ভিত্তিক আমের চারা রোপনের অংশ হিসেবে ছাত্র-ছাত্রীদের মাঝে আমের চারা বিতরণ ও রোপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে উপরোক্ত কথা বলেন।
বুধহাটা ইউয়িন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাৎ মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মারুফুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও ইউপি সদস্য/সদস্যাবৃন্দ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আঃ হান্নান। ফারুক হোসেন লেলিনের পরিচালায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাকিয়া সুলতানা ও গীতাপাঠ করেন মৃদুল ব্যানার্জী। অনুষ্ঠানে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ও বুধহাটা এনএস বালিকা বিদ্যালয়ের ১২০০ শিক্ষার্থীকে ১টি করে উন্নত জাতের আমের চারা প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি সবশেষে বুধহাটা এনএস বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে ১টি আমের চারা রোপন করে চারা রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
Comments
- No comments found
Leave your comments