ফোনের নাম ‘ফজলি আম’
দেশের বাজারে নতুন হ্যান্ডসেট নিয়ে আসলো ম্যাংগো। এটি দেশীয় প্রতিষ্ঠান। ম্যাংগো ১১ টি মডেলের হ্যান্ডসেট নিয়ে এসেছে। এগুলোর মধ্যে ৫টি স্মার্টফোন এবং ৬ টি ফিচার ফোন। এর একটি মডেলের নাম ফজলি। এটি ফিচার ফোন।
আজ রাজধানীর একটি হোটেলে ম্যাংগো অনুষ্ঠানিকভাবে ফোনগুলো অবমুক্ত করে।
ফজলি ফোনটিতে আছে ১.৮ ইঞ্চির রঙিন ডিসপ্লে। এতে ভিজিএ ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।
ডুয়েল সিমের এই ফোনটিতে এফ এম রেডিও রয়েছে।
বিশেষ ফিচার হিসেবে ফোনটিতে থাকবে এমপিথ্রি প্লেয়ার, এমপি৪ প্লেয়ার এবং ৩ জিবি এবং গেমস।
ম্যাংগো মোবাইলের বিপণন বিভাগের মহাব্যবস্থাপক তৌফিকুল আলম বলেন,‘ফোনটি খুব শিগগিরই বাজারে আসবে। এর মূল্য হবে তাদের নাগালের মধ্যেই।
Comments
- No comments found
Leave your comments