জেএমবির চিঠি প্রদান ‘ফজলি আম’ কোডে
নব্য জেএমবির বিভিন্ন সদস্যকে গ্রেপ্তার এবং সর্বশেষ সংগঠনের প্রধান আব্দুর রহমানের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রায় ১৯টির মতো সাংগঠনিক চিঠিও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৯টি চিঠি পাঠিয়েছেন নিহত আব্দুর রহমান ওরফে আবু ইব্রাহিম আল হানিফ। বাকি ১০টা চিঠি এসেছে বিভিন্নজন থেকে।
শুক্রবার সকালে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য প্রকাশ করেন।
র্যাবের মহাপরিচালক জানান, এগুলোর মধ্যে একটি চিঠি ছিল নব্য জেএমবির টাকার বণ্টন সংক্রান্ত। চিঠির কোড ছিল ‘ফজলি আম’। ডা. রোকন নব্য জেএমবিতে প্রায় ৬০ থেকে ৮০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়াও রূপনগরে নিহত জঙ্গি মেজর জাহিদ (মেজর মুরাদ) সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তার টাকা এবং আজিমপুরে নিহত তানভীর কাদেরী উত্তরার ফ্ল্যাট বিক্রি করে টাকা দিয়েছেন।
ডা. রোকন সপরিবারে সিরিয়া চলে গেলেও দেশে তার রক্ষিত অর্থ জঙ্গিবাদে খরচ করতেন জঙ্গি নয়ন ও হাসানের মাধ্যমে।
‘ফজলি আম’ কোডের চিঠিটি ডা. রোকন নয়ন ও হাসানের মাধ্যমে আব্দুর রহমানের কাছে পাঠিয়েছিল। চিঠিতে নির্দেশনা ছিল ৭০ লাখ টাকা কোথায় এবং কিভাবে খরচ করা হবে। এই চিঠিতে অস্ত্র ও বোমা কেনার বাজেটের কথাও লেখা ছিল এবং পুলিশের হাতে নিহত এক জঙ্গির বোনকে ১ লাখ ২০ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়ার প্রমাণ ছিল।
Comments
- No comments found
Leave your comments