শিক্ষা ভবনে আম দিয়ে ঘুষ
মৌসুমি ফল দিয়ে কর্তা ব্যক্তিদের খুশি করে স্বার্থ উদ্ধারের পদ্ধতি অনেক দিনের। বর্তমানে এই খুশি বিষয়টি আদায় করতে নগদ অর্থ খরচ করতে হলেও ফল থেরাপি ধরে রেখেছে অনেকেই। এর একটি হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের জন্য নিয়মিত মৌসুমি ফল পাঠিয়ে থাকেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ। অধিদপ্তরের প্রাঙ্গন এখন আমে ভার্তি। আম আসছে আর অফিসারদের ঠিকানায় পাঠিয়ে দেয়া হচ্ছে। এছাড়া রয়েছে কাঁঠাল, খাসি, ইলিশসহ আরো অনেক কিছু।
জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারগণ এ মৌসুমী ফল পাঠানোর কাজটা করে থাকেন। যে আম আসে তা বিভিন্ন কর্মকর্তাদের গাড়িতে তুলে দেয়া হয়।
যেসব কর্মকর্তা স্পট ভিজিট করতে বিভিন্ন এলাকায় যান তাদের জন্যই মৌসুমি ফলের ব্যবস্থা করা হয়। সম্প্রতি সাংবাদিকদের ছবি ও ভিডিওতে বিষয়গুলো ধরা পড়েছে।
Comments
- No comments found
Leave your comments